Breaking

Wednesday, July 15, 2020

র্সবপ্রকার বালা-মুসিবত থেকে উদ্ধারের দু’আ।


র্সবপ্রকার বালা-মুসিবত থেকে উদ্ধারের দু’আ

জীবনে চলার পথে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিপদের সম্মুখীন হয়ে থাকি। তবে সকল বিপদ সৃষ্টি ও বিপদ থেকে মুক্ত করার একমাত্র মালিক মহান আল্লাহ পাক। তাই বিপদে পড়লে সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার কাছে সাহায্যে চাইতে হবে। পাশাপাশি বিভিন্ন ধরণের বালা-মুসিবত দূর করার জন্য নিচের দোয়াটি আমল করতে পারি।

দোয়া: لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
উচ্চারণ: লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্ জালিমীন।
অর্থ: আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমি পাপী। -সূরা আল আম্বিয়া: ৮৭

ফজিলত

ক. হজরত নবী করিম (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজরত ইউনুস (আ.)-এর ভাষায় দোয়া করবে, সে যে সমস্যায়ই থাকুক আল্লাহতায়ালা তার ডাকে সাড়া দিবেন। -তিরমিজি: ৩৫০৫

খ. এ আয়াতে আল্লাহতায়ালা ইরশাদ করেছেন, আমি নবী ইউনুসের প্রার্থনা মঞ্জুর করেছি। তাকে দু:খ থেকে মুক্তি দিয়েছি। অনুরূপভাবে যে মুমিনরা এ দোয়া পড়বে আমি তাদেরও বিভিন্ন বালা-মুসিবত থেকে মুক্তি দিব। -সূরা আল আম্বিয়া: ৮৮

গ. হজরত রাসূলুল্লাহ (সা.) আরও ইরশাদ করেছেন, আমার ভাই ইউনুসের দোয়াটি খুব সুন্দর। এর প্রথম অংশে আছে কালিমায়ে তায়্যিবা। মাঝের অংশে আছে তাসবিহ। আর শেষের অংশে আছে অপরাধের স্বীকারোক্তি। যে কোনো চিন্তিত, দু:খিত, বিপদগ্রস্থ ব্যক্তি প্রতি দিন এ দোয়া তিন বার পাঠ করবে আল্লাহতায়ালা তার ডাকে সাড়া দিবেন। -কানজুল উম্মাল: ৩৪২৮

আমল: কঠিন বালা-মুসিবত দূর করার জন্য বর্ণিত দোয়া বা আয়াতটি এক লক্ষ চব্বিশ হাজার বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করলে, ওই দোয়া কবুল হয়।

ঘ. প্রখ্যাত হাদীসগ্রন্থ মেশকাত শরিফের ১৮৮ পৃষ্ঠায় বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে খুবাইব (রাঃ) বলেন, একবার রাত্রে যখন বৃষ্টি হচ্ছিল এবং ঘন অন্ধকারও ছিল, তখন আমরা রাসুলুল্লাহ্ (সঃ) এর খোঁজে বের হলাম এবং তাঁকে পেয়ে গেলাম। তিনি বললেন, ‘বল’। আমি আরজ করলাম কি বলব? তিনি ইরশাদ ফরমাইলেন সকাল-সন্ধ্যায় ৩ বার সূরা ইখলাস, ৩ বার সূরা ফালাক, ৩ বার সূরা নাস পড়। এ আমল তোমার যে কোনো অসুবিধার জন্য যথেষ্ট হবে। 

বর্তমানে সমস্ত মুসলিম জাতি নানা প্রকার অসুবিধায় কালাতিপাত করছে। কেউ জ্বীনের আক্রমনে বিপদগ্রস্ত। কেউ শত্রুর যাদু-টোনায় ক্ষতিগ্রস্ত।  কেউ ব্যবসায় ক্ষতিগ্রস্ত। কেউ কষ্টদায়ক রোগ-ব্যাধিতে ভুগছে। এমনিভাবে প্রত্যেহ নতুন নতুন আপদ-বিপদ লেগেই আছে। প্রতিদিন ফজর ও ইশার নামাযান্তে উক্ত তিনটি সূরা সহীহ-শুদ্ধভাবে পড়ে নিলে ইনশাআল্লাহ্ দুনিয়া ও আখেরাতের সর্ব প্রকার বালা-মুসিবত থেকে উদ্ধার পাবে। 

উক্ত তিনটি সূরা পড়ার পর ‘সুবহানাল্লাহ’ ৩৩ বার। ‘আলহামদুলিল্লাহ’ ৩৩ বার এবং ‘আল্লাহু আকবার’ ৩৪ বার পড়বে।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। (আমিন)

No comments:

Post a Comment