আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু,
সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, দরূদ ও সালাম রাসুল (সা.) এর উপর পেশ করছি, অতঃপর -
“ইসলামিক জ্ঞান” ওয়েবসাইট সম্পর্কে আপনাদের উদ্দেশ্য সংক্ষেপে কিছু কথা,
আলহামদুলিল্লাহ্, “ইসলামিক জ্ঞান” এর এই ওয়েবসাইট বিগত ২০১৫ সালের জুলাই মাস থেকে কার্যক্রম শুরু করে এবং শুরু থেকেই এটি সম্পূর্ণ ব্যাক্তি উদ্যোগে পরিচালিত হয়ে আসছে। অদ্যাবধি এই ওয়েবসাইট এর সাথে কোন ধরনের দল, গ্রুপ বা সংগঠনের সম্পৃক্ততা নেই এবং আমি/আমার ওয়েবসাইট এগুলি থেকে মুক্ত, আলহামদুলিল্লাহ্ এবং ভবিষ্যতেও যেন মুক্ত থাকতে পারি আল্লাহর কাছে সেই দোয়া করি সব সময়।
আমার একমাত্র উদ্দেশ্য, এই ওয়েবসাইট এর মাধ্যমে বাংলা ভাষী মানুষের কাছে সঠিক ইসলামকে তুলে ধরা, যেন সবাই যাচাই বাছাই করে বিশুদ্ধ ইসলামকে জানতে, বুঝতে ও তা গ্রহন করতে পারে। আর এই কাজের মাধ্যমে আমি শুধু আল্লাহর সন্তোষ্টি অর্জন করতে চাই। দোয়া করি তিনি যেন আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং এর উসিলায় আমাকে ও এর সাথে সম্পৃক্ত সকলকে পরকালে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, এবং ফলাফল হিসাবে জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহ্ আমাদের সকলকে কবুল করুন। আমীন।
একটি বিষয় স্পষ্ট করতে চাই যে, সাধারণত অনুদান চাইতে ব্যাক্তিগত ভাবে আমি (মোঃ কামরুল ইসলাম) এটি অপছন্দ করি, তথাপি এই কাজের আঞ্জাম দেওয়ার জন্য একটি বড় ধরনের অর্থ প্রতি মাসে নিয়মিত ভাবেই প্রয়োজন হয়ে থাকে আর শুধু এই কারনেই আবেদন করি “ইসলামিক জ্ঞান” এর এই ওয়েবসাইট এর সাথে শুধুমাত্র আল্লাহর সন্তোষ্টি অর্জনের জন্য থাকুন, এবং সহযোগিতা করুন।
যারা আমাদের এই ওয়েবসাইট এর জন্য নিয়মিত ভাবে সহযোগিতা করে চলেছেন আল্লাহর সেই সমস্ত বান্দা/বান্দিরা সবাই নীরবেই এর সাথে সম্পৃক্ত আছেন। কখনোই আমি তাদের নাম পরিচয় ইত্যাদি প্রকাশ করি না।
আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন এর সাথে সম্পৃক্ত সকলের এই সহযোগিতাকে কবুল করেন এবং দুনিয়াতে উত্তম প্রতিদান দান করেন ও আখিরাতে এর ফলাফল হিসাবে জান্নাতুল ফিরদাউস দান করেন। আমীন।
আর আল্লাহর কাছে দোয়া করি, এই কাজকে চালিয়ে নেবার জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন তার ব্যবস্থা যেন তিনি করেন এবং আলহামদুলিল্লাহ্ তিনি এর ব্যবস্থাও করে দিয়েছেন সব সময়। যখনি বড় ধরনের অর্থের বা অন্য কোন বিষয়ের সমাধানের প্রয়োজন হয়েছে আল্লাহ্ তার কোন না কোন বান্দা/বান্দি’র মাধ্যমে সেটার ব্যাবস্থা করেছেন এবং সেই প্রয়োজনকে খুব উত্তমরূপে পূরণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ্।
"ইসলামিক জ্ঞান" ওয়েবসাইটে যেভাবে আর্থিক সহযোগিতা করতে পারেন:-
বিকাশ (পার্সোনাল) – 01739786941
নগদ (পার্সোনাল) – 01739786941
আপনি চাইলে ব্যাংক এর মাধ্যমে সহযোগিতা করতে পারেন ।
ব্যাংকের নাম: Dutch Bangla Bank Limited.
একাউন্টের নাম: MD. Kamrul islam
ব্রাঞ্চ এর নাম: Shahjadpur Branch, Sirajganj.
একাউন্টের নাম্বার: 1571510116894
সার্বিক যোগাযোগঃ
মোঃ কামরুল ইসলাম
মোবাইলঃ +88-01739786941
ই-মেইল: kamrulislamshahjadpur@gmail.com
No comments:
New comments are not allowed.