Breaking

About us

 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু,

সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, দরূদ ও সালাম রাসুল (সা.) এর উপর পেশ করছি, অতঃপর -

“ইসলামিক জ্ঞান” ওয়েবসাইট সম্পর্কে সংক্ষেপে কিছু কথা।

আলহামদুলিল্লাহ্, “ইসলামিক জ্ঞান” এর এই ওয়েবসাইট বিগত ২০১৫ সালের জুলাই মাস থেকে কার্যক্রম শুরু করে এবং শুরু থেকেই এটি সম্পূর্ণ ব্যাক্তি উদ্যোগে পরিচালিত হয়ে আসছে। অদ্যাবধি এই ওয়েবসাইট এর সাথে কোন ধরনের দল, গ্রুপ বা সংগঠনের সম্পৃক্ততা নেই এবং আমি/আমার ওয়েবসাইট এগুলি থেকে মুক্ত, আলহামদুলিল্লাহ্ এবং ভবিষ্যতেও যেন মুক্ত থাকতে পারি আল্লাহর কাছে সেই দোয়া করি সব সময়।

আমার একমাত্র উদ্দেশ্য, এই ওয়েবসাইট এর মাধ্যমে বাংলা ভাষী মানুষের কাছে সঠিক ইসলামকে তুলে ধরা, যেন সবাই যাচাই বাছাই করে বিশুদ্ধ ইসলামকে জানতে, বুঝতে ও তা গ্রহন করতে পারে। আর এই কাজের মাধ্যমে আমি শুধু আল্লাহর সন্তোষ্টি অর্জন করতে চাই। দোয়া করি তিনি যেন আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং এর উসিলায় আমাকে ও এর সাথে সম্পৃক্ত সকলকে পরকালে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, এবং ফলাফল হিসাবে জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহ্ আমাদের সকলকে কবুল করুন। আমীন।


Sincerely,
[Kamrul islam]

No comments:

Post a Comment